শিরোনাম
‘কথা মালা’র দুই সাংবাদিক!
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ২১:৩৪
‘কথা মালা’র দুই সাংবাদিক!
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

দীর্ঘদিন বিনোদন সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ছিলেন আলী ইমাম সুমন। তাই গান লেখার সুপ্ত বাসনাটা মনের গহীন কোনে নিজের অজান্তেই রয়ে যায়। সেই সুপ্ত বাসনাই যেন প্রকাশ পেলো প্রায় প্রায় চার মাস আগে। একই অফিসে কর্মরত ক্রাইম রিপোর্টার শাহজাহান শুভ’র জন্য তিনি প্রথম গান লিখলেন। গানের শিরোনাম ‘কথা মালা’। গানের সুর সঙ্গীত করেছেন এস ডি হিল্লোল। সুমনের লেখা এই গানে শুভ কণ্ঠ দেবার পর মিউজিক ভিডিও নির্মাণ করেন মাহবুব।


চলতি সপ্তাহেই গানটি ইউটিউবে প্রকাশ পায়। গানটি প্রকাশ পাবার পর থেকে পরিচিত অপরিচিত সবাই গানের কথা এবং শুভ’র গায়কীর বেশ প্রশংসা করছেন। দু’জনকেই সবাই গানের ভুবনে নিয়মিত হবার জন্যও অনুরোধ করছেন। বিষয়টি নিয়ে এখনই সিরিয়াস না হলেও দু’জনই ভাবছেন আগামীর জন্য নতুন গান নিয়ে।


আলী ইমাম সুমন বলেন, ‘এর আগে আমি একটি জিঙ্গেল লিখেছিলাম, এতে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী। কিন্তু শুভ ভাইয়ের গানটি আসলে হঠাৎ করেই লেখা। শুভ ভাই গেয়েছেনও চমৎকার, বলা যায় একজন পেশাদার শিল্পীর ক্ষেত্রে কোন অংশে কম নয়। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। একটি গান একজন গীতিকারকে এতোটা অনুপ্রেরণা বা আনন্দ দিতে পারে তা মন থেকে অনুভব করলাম। সবাইকে গানটি শুনার জন্য আহ্বান জানাচ্ছি।’


কণ্ঠশিল্পী শাহজাহান শুভ বলেন, ‘গানটির জন্য যে সাড়া পাচ্ছি তাতেই আমি সন্তুষ্ট। সত্যি বলতে কী গাইতে গাইতেই আমার শিল্পী হওয়া। তবে আগামী দিনগুলোতে অবশ্যই গান শেখার চেষ্টা করবো। কারণ সঙ্গীত হলো এক মহাসমুদ্র। এর কোন শেষ নেই। এর পিছনে সময় না দিলে এখানে ভালো কিছু করা সম্ভব নয়। ক্রাইম রিপোর্টিং-এর মতো কঠিন দায়িত্বে থেকে গান করা খুব চ্যালেঞ্জিং।’


উল্লেখ্য শাহজাহান আকন্দ শুভ ক্রাইম চীফ এবং আলী ইমাম সুমন সিনিয়র সাব এডিটর হিসেবে দৈনিক আমাদের সময়ে কর্মরত আছেন।



বিবার্তা/অভি/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com