শিরোনাম
তালায় ‍পত্রিকা বন্ধের দাবিতে প্রেসক্লাবের মানববন্ধন!
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫১
তালায় ‍পত্রিকা বন্ধের দাবিতে প্রেসক্লাবের মানববন্ধন!
তালা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালা উপজেলায় ‘উন্নয়ন বাধাগ্রস্ত ও সাংবাদিকদের নামে মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদ এবং দৈনিক সাতনদী প্রকাশনা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে তালা প্রেসক্লাব।


বৃহস্পতিবার সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা ডাকবাংলোর সামনে আয়োজনে দু’ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দৈনিক সাতনদী পত্রিকা বর্জন ও পত্রিকাটি বন্ধের দাবি জানানো হয়।


তালা প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অমল কান্তি ঘোষ, তালা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, তালা উপজেলা জাসদের সভাপতি দেবাশিষ দাশ, মাগুরা আইডিয়াল কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মীর্জা আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শাহিনুর রহমান খাঁ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ জহুরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা বলেন, তালা থেকে বিতাড়িত নজরুল গংনিজেদের স্বার্থ হাসিল করতে না পারায় এখন মরিয়া হয়ে উঠেছে। তালার উন্নয়ন বাধাগ্রস্ত করতে উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের সভাপতি-সম্পাদসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার করছে। মানববন্ধন থেকে তাদেরকে ধিক্কার জানানো হয়। এছাড়া দৈনিক সাতনদী পত্রিকা বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানোর পাশাপাশি তালায় পত্রিকাটি বর্জনের ঘোষণা দেন বক্তারা।



বিবার্তা/সেলিম/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com