শিরোনাম
এনডিটিভি বন্ধের নির্দেশ ‘জরুরি অবস্থার সামিল’ : মমতা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৬, ১৫:৫১
এনডিটিভি বন্ধের নির্দেশ ‘জরুরি অবস্থার সামিল’ : মমতা
কলকাতা প্রতিনিধিকলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভি ইন্ডিয়া (হিন্দি) এর ওপর কেন্দ্রীয় সরকারের একদিনের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ জারি করা নিয়ে মুখ খুললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ ঘটনা দেশে ‘জরুরি অবস্থার সামিল’ বলেও মন্তব্য করেছেন তিনি।


শুক্রবার এক টুইট বার্তায় তিনি বলেন, এনডিটিভি’র ওপর এই নিষেধাজ্ঞা জারি খুবই বেদনাদায়ক। পাঠানকোট হামলার সম্প্রচার নিয়ে কেন্দ্রের অসন্তোষ থাকলে অন্যভাবে এ ধরনের পরিস্থিতির মোকাবিলা করা যেত। এভাবে নিষেধাজ্ঞার অর্থ হলো ‘জরুরি অবস্থা জারি করা’।


উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে আগামী বুধবার (৯ নভেম্বর) একদিনের জন্য এনডিটিভি ইন্ডিয়ার (হিন্দি) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, পাঠানকোটে জঙ্গি হামলা ও তার পর সেনা অভিযান সরাসরি দেখানোর সময এনডিটিভির হিন্দি ভাষার চ্যানেলটি কৌশলগতভাবে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয় সম্প্রচার করে।


বিবার্তা/ডিডি/মনোজ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com