শিরোনাম
এলটিইউ’র সম্মাননা পেলেন ৭ সাংবাদিক
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৭, ১৬:৫৬
এলটিইউ’র সম্মাননা পেলেন ৭ সাংবাদিক
বিশেষ সম্মাননা নিচ্ছেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শামীমা দোলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজস্ব আহরণের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সাত সাংবাদিককে বিশেষ সম্মাননা দিয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।



বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এলটিইউ-ভ্যাট এর সম্মেলন কক্ষে এলটিইউ এর বিদায়ী অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।



অনুষ্ঠানে বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআই)সভাপতি শেখ কবির হোসেন প্রধান অতিথি ও দৈনিক সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান বিশেষ অতিথি ছিলেন।



এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), মূল্য সংযোজন কর, ঢাকা বিদায়ী অর্থবছর রাজস্ব লক্ষ্যমাত্রার অতিরিক্ত ৭৯৯ কোটি টাকা আদায় করেছে। এ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা সহায়ক ভূমিকা পালন করেছে। সেজন্য এলটিইউ-ভ্যাট প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করেছে।



সম্ম্ননাপ্রাপ্ত ৭ জন গণমাধ্যমকর্মী হলেন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এর স্পেশাল করেসপন্ডেন্ট দৌলত আক্তার মালা, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শামীমা দোলা।



অনলাইন নিউজপোর্টাল অর্থসূচক ডট কম এর সিনিয়র রিপোর্টার রহমত উল্যাহ, নিউ এইজ এর সিনিয়র স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন।



দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রিয়াদ হোসেন, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার সোহেল পারভেজ ও বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ জাহিদুজ্জামান।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com