শিরোনাম
‘অপসাংবাদিকতা করে বেশিদিন টেকা যায় না’
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ২০:৪৪
‘অপসাংবাদিকতা করে বেশিদিন টেকা যায় না’
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিআইবির মহাপরিচালক মোহাম্মদ শাহ আলমগীর বলেছেন, অপসাংবাদিকতা করে সাংবাদিকতা পেশায় বেশিদিন টিকে থাকা যায় না। সততা, বস্তুনিষ্ঠতা ও পক্ষপাতহীন হয়ে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।


শনিবার মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে তিনদিন ব্যাপি সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।


তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। হলুদ সাংবাদিকতা করে এ পেশার অমর্যাদা করা যাবে না।


এসময় শাহ আলমগীর সাংবাদিকদের সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিজেকে নিয়োজিত রাখার আহবান জানান।


অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, উত্তরা ইউনিভার্সিটির মিডিয়া পরিচালক রহমান মুস্তাফিজ, বাংলাভিশন টেলিভিশনের সিনিয়ার বার্তা সম্পাদক আবু রুশদ মো. রুহুল আমিন ও পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দীন নিপুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী।


অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী ৩৫জন সাংবাদিকের মধ্যে সনদ বিতরণ করেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com