শিরোনাম
তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার পেলেন ছয় সাংবাদিক
প্রকাশ : ২৮ মে ২০১৭, ২১:০৮
তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার পেলেন ছয় সাংবাদিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৭’ পেয়েছেন ঢাকা ও ঢাকার বাইরের ছয় সাংবাদিক।


বেসরকারি সংস্থা প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) ও এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) এ পুরস্কার দিয়েছে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষেশনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।


এ বছরের পুরস্কার বিজয়ীরা হলেন, সেরা স্থানীয় পত্রিকা রিপোর্টে গোলাম মর্তুজা জুয়েল (চিফ রিপোর্টার, দৈনিক কীর্তনখোলা, বরিশাল); সেরা প্রিন্ট/অনলাইন মিডিয়া বাংলা বিভাগে এস.এ.এম হামিদ-উজ-জামান মামুন (স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর) এবং মো: শফিকুল ইসলাম (বিজনেস ইনচার্জ, বাংলা ট্রিবিউন); সেরা প্রিন্ট/অনলাইন মিডিয়া ইংরেজি বিভাগে পরিমল পালমা (সিনিয়র রিপোর্টার, দি ডেইলি স্টার); সেরা টিভি রিপোর্টে সুশান্ত সিনহা, (সিনিয়র রিপোর্টার, যমুনা টেলিভিশন)। এছাড়া জুরী বোর্ডের মনোনয়নে বিশেষ পুরস্কার পেয়েছেন বিডিনিউজ২৪ডটকমের শিশু সাংবাদিক সাদিক ইভান।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন দৈনিক সমকালের উপসম্পাদক মোজাম্মেল হোসেন। উপস্থিত ছিলেন ড. মো: শরিফুল আলম, লিড কনসালটেন্ট (বাংলাদেশ প্রোগ্রাম), ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে); এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা। স্বাগত বক্তব্য প্রদান করেন আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন।


অনুষ্ঠানে এ বছরের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য এবং এ সংক্রান্ত দিকনির্দেশনা তুলে ধরেন প্রজ্ঞা’র কো-অর্ডিনেটর মো: হাসান শাহরিয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণ।


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com