শিরোনাম
বিবার্তা পরিবারে সাংবাদিক যুথীর জন্মদিন পালন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৫:২৫
বিবার্তা পরিবারে সাংবাদিক যুথীর জন্মদিন পালন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সকালে অফিসে পা রেখেই নিশি বলছিল, ‘আমার সহকর্মী ও বন্ধু ভাগ্য সবসময় অতিরিক্ত ভালো। কখনই আমার এমন কোন বন্ধু হয়নি যে কিনা আমার ক্ষতির কারণ। আমার বন্ধুগুলো একেকটা কোহিনুর হীরা। জানেন ভাইয়া, আজ যুথীর জন্মদিন।’


একটু থেমেই নিশি বললো ‘কোহিনূর হীরাগুলার মধ্যে একটা হীরা আমার কাছে সবচেয়ে দামি, অন্যগুলোও দামি। কিন্তু এইটা একটু বেশিই দামি, নাম যুথী। ফুলের নামে নাম, কাজও তেমন। ফুলের মতোই নিজে সবসময় হাসে আর মানুষকে হাসাতে থাকে।’


জবাবে বললাম, বিবার্তা পরিবারের সবচেয়ে উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য হলো বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসি তার অনলাইন যোদ্ধাদের জন্মদিন বেশ আগ্রহ নিয়েই পালন করেন। এ পরিবারের যে কারো জন্মদিনে একটা ঢাউস কেক আনাটা তার স্বভাবে পরিণত হয়েছে। দেখবে আমরা আজ বেশ জাঁকালোভাবে পারিবারিক আবহে যুথীর জন্মদিন পালন করতে পারবো।’


দুপুরে বিবার্তা সম্পাদক চিরাচরিত কায়দায় অফিসে বড় সাইজের একটা কেকের ব্যবস্থা করে দিলেন। উৎসবমুখর পরিবেশে কেকের টুকরো যুথীর মুখেও তুলে দিলেন। এই আমাদের গর্বিত বিবার্তা পরিবার। এই আমাদের পরিচয়। এই আমাদের অনাবিল আনন্দের উৎস।


অবশ্য সকালেই ফেসবুকে যুথীর ইনবক্সে বিবার্তা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী যথারীতি ড্রপ করা হয়েছে। তাতে লেখা ছিল:


‘আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা।


আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা।


আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা।


মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা।


তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,


অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উজ্জ্বল দিন কামনায়।


আজ জন্মদিন তোমার...... ।’



অনুষ্ঠানে বিবার্তার বার্তা সম্পাদক হুমায়ুন সাদেক চৌধুরী, যুগ্ম বার্তা সম্পাদক জিয়াউদ্দিন সাইমুম, ওরোকনুল ইসলাম কাফী, চিফ রিপোর্টার মৌসুমী ইসলাম, সহ-সম্পাদক আছিয়া নিশি, সফিকুল ইসলাম প্লাবন, নাজিমউদ্দিন খান লিয়ন, জেসমিন আক্তার জেমি, রিপোর্টার তৌফিকুর ওরিন, প্রশাসনিক কর্মকর্তা রিয়াজ উদ্দিন মানিক, আইটি কর্মকর্তা এস.এম.শামীম সুলতান ও অফিস সহকারী মো. আরিফ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বিবার্তা পরিবারের সহ-সম্পাদক যুথী আজকের এই দিনে খুলনার খালিশপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মো. আব্দুল জলিল ও মা খাদিজা বেগম। তিন ভাইবোনের মধ্যে যুথী মেজো। বড় ভাই খোরশেদ আলম খোকন আর ছোট ভাই খাইরুল আলম সৈকত।


কপোতাক্ষ তীরের কন্যা যুথী যশোরের কোতয়ালী থানার শাঁখারীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা নেন। বর্তমানে তিনি ঢাকার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বিএসসি কোর্স করছেন।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com