শিরোনাম
সাংবাদিক গিয়াস কামালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১১:১৬
সাংবাদিক গিয়াস কামালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশ বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ। ২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এই উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র একাংশ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভার আয়োজন করেছে।


বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে গিয়াস কামাল চৌধুরী এক অবিস্মরণীয় নাম। তিনি একাধারে সাংবাদিক, সাংবাদিক নেতা, কলামিস্ট ও সংবাদ বিশ্লেষক ছিলেন। রাজনীতি সচেতন সংবেদনশীল মানুষ হিসেবে সাংবাদিক সমাজে তার পরিচিতি ব্যাপক। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারী ছিলেন তিনি।


সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দীর্ঘদিন ভয়েস অব আমেরিকার (ভোয়া) ঢাকা সংবাদদাতা হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে ছিলেন অতি পরিচিত। এছাড়া তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে জাতীয় দৈনিক খবরপত্রের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।


১৯৩৯ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী। সাংবাদিকতায় বিশেষ ভূমিকার জন্য ভূষিত হয়েছেন রাষ্ট্রীয় একুশে পদকে। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে গেছেন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com