শিরোনাম
ফজলুল হক স্মৃতি পুরস্কার বুধবার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৯:৫৬
ফজলুল হক স্মৃতি পুরস্কার বুধবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক এবং বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর । তাঁর স্মরণে ফজলুল হক স্মৃতি কমিটি এবারও দু’জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করবে।


এ বছর এ পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় আজিজুর রহমান এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মোস্তফা জব্বার। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হচ্ছে ২৫ হাজার টাকা। ২৬ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হবে। মরহুমের সহধর্মিনী, প্রখ্যাত কথাসহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেছেন।


ফজলুল হক ১৯৩০ সালে ২৬ মে বগুড়ার জন্ম গ্রহণ করেন এবং ১৯৯০ সালের ২৬ অক্টোবর মৃত্যুবরণ করেন।


উল্লেখ্য, মরহুম ফজলুল হকের জ্যেষ্ঠপুত্র ফরিদুর রেজা সাগর বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় উপস্থাপক ও স্থপতি। বড় মেয়ে কেকা ফেরদৌসী বিশিষ্ট রন্ধনবিদ এবং ছোট মেয়ে ফারহানা মাহমুদ কাকলী একজন সুগৃহিনী।


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com