শিরোনাম
বাকৃবিতে সাংবাদিক সমিতির প্রশিক্ষণ
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৬:১৪
বাকৃবিতে সাংবাদিক সমিতির প্রশিক্ষণ
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) অনুসন্ধান, খেলাধুলা ও গবেষণা বিষয়ে ওই প্রশিক্ষণ দেয়া হয়।


শনিবার সকাল ১১টায় জিটিআইর পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটরবৃন্দ, সহকারী প্রক্টর ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ প্রমুখ।


প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন অনলাইন ও জাতীয় দৈনিকের ১৮জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন।


বিবার্তা/শাহীন/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com