‘বাংলাদেশে বন্ধ করা হলো সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল’—এমন একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। একই তথ্য ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। যদিও ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, এ তথ্য ভুয়া।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়নি। বরং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই দাবিটি প্রচার করা হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং কেব্ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি গুজব বলে নিশ্চিত করা হয়েছে রিউমার স্ক্যানারকে।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে রিউমার স্ক্যানার। মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এমন সিদ্ধান্ত হলে আমার জানা থাকত।’
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কেব্ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে কথা বলে রিউমার স্ক্যানার।
কেব্ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী রিউমার স্ক্যানারকে বলেন, কেব্ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ছাড়া তাঁর জানামতে, বর্তমান সরকারও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় সব স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশে চলছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]