ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১৯:০৫
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভবনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকেরা।


২৪ আগস্ট, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে হওয়া মানববন্ধনে এ দাবি জানানো হয়।


মানববন্ধন চলাকালে হওয়া প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, সিনিয়র সাংবাদিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, বাংলাটিভির সাংবাদিক আল-আমীন শাহীন।


এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, দৈনিক করতোয়ার শাহজাহান সাজু, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান লিমন, সময় টিভির উজ্জল চক্রবর্তী, আলোকিত বাংলাদেশের ফরহাদুল ইসলাম পারভেজ, প্রতিদিনের সংবাদের মজিবুর রহমান খান, বৈশাখী টিভির আল-মামুন, আর টিভির আজিজুর রহমান পায়েল, মাছরাঙা টেলিভিশনের আশিক মান্নান হিমেল, রাইজিং বিডির মাইনুদ্দিন রুবেল, নিশাদুল ইসলাম, সোহেল রানা, মো. মামুন, সোহেল আহাদ প্রমুখ।


এ সময় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভবনে হামলার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ‘সাংবাদিকরা বিভিন্ন সময়ে নির্যাতিত, নিগৃহীত হয়েছে, হচ্ছে। আজও সাগর-রুনি হত্যা রহস্যের কোনো কূলকিনারা হয়নি। এবারের আন্দোলনে আমাদের জেলাতেও সাংবাদিকদের উপর নির্মম হামলা হয়েছে। এ অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। অন্যথায় আমরা রাজপথে নেমে আন্দোলন করবো।’


এ সময় মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে আগামী শনিবার সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com