
সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।
২৪ আগস্ট, শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের কাছ জোর আবেদন সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। একইসাথে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]