পাবনায় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১৩:৪৬
পাবনায় গণমাধ্যম কর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ টোয়েন্টিফোর, ডেইলি সান, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম, রেডিও ক্যাপিটালসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানে সোমবার হামলার প্রতিবাদে ২০ আগস্ট, মঙ্গলবার পাবনায় গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হন।


নিউজ টুয়েন্টিফোর এর পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা সঞ্চালনায় মানববন্ধন শেষ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনুল ইসলাম রেমন, সাংবাদিক আবুল কালাম আজাদ, পাভেল মৃধা, শাহিন রহমান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ।


বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ার ৭টি গণমাধ্যম কার্যালয়ে হামলার নিন্দা প্রকাশ করেন। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনসহ ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


বিবার্তা/পলাশ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com