প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ।
১৩ আগস্ট, মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক পত্রের মাধ্যমে মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন জাফর ওয়াজেদ।
চিঠিতে জাফর ওয়াজেদ জানিয়েছেন, ‘আমার পারিবারিক ও ব্যক্তিগত কারণে গত ৭ মে ২০২৪ তারিখে জারিকৃত (সূত্র: স্মারক নং-০৫.০০.০০০০.১৪৬.১৫.০১৬.১৯-২২০) প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমান মহাপরিচালক পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। আজ ১৩ আগস্ট থেকে মহাপরিচালক, পিআইবি পদে দায়িত্ব পালনে আমার অপারগতা গ্রহণ করে বাধিত করবেন।’
এর আগে সোমবার (১২ আগস্ট) পিআইবির চত্বরে এক বিক্ষোভ-সমাবেশে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের অপসারণ চেয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি তারা পরিচালক প্রশাসন (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন, আরেক পরিচালক (প্রশিক্ষণ) কে. এম. সাখাওয়াত মুন, ক্যাশিয়ার (চ.দা.) মো. আলী হোসেন এবং প্রটোকল অফিসার মাসুদ-এ-হাসানের অপসারণ দাবি জানিয়েছে।
বিক্ষোভ সমাবেশে পিআইবি’র রিসার্চ অফিসার শেখ মজলিশ ফুয়াদ বলেন, ‘জাফর ওয়াজেদ ও জাকির হোসেন এবং তার ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন অগ্রাহ্য করে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]