কক্সবাজার প্রেসক্লাবের নতুন সভাপতি মাহবুব, সম্পাদক বাহারী
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ২২:৫১
কক্সবাজার প্রেসক্লাবের নতুন সভাপতি মাহবুব, সম্পাদক বাহারী
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার প্রেসক্লাবের নতুন সভাপতি মো. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীকে নির্বাচিত করা হয়েছে।


বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী।


অন্যান্য পদে রয়েছেন, জিএএম আশেক উল্লাহ সহ-সভাপতি, ইকরাম চৌধুরী টিপু সহ-সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম হেলালী কোষাধ্যক্ষ, আনছার উদ্দিন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, এম আর মাহবুব ক্রীড়া সম্পাদক ও হাসানুর রশিদ পাঠাগার সম্পাদক।


এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন, আতাহার ইকবাল, মুহম্মদ নুরুল ইসলাম, কামাল হোসেন আজাদ, শামসুল হক শারেক, এডভোকেট মুহাম্মদ আবু ছিদ্দিক উসমানী, এম আর খোকন ও মো. হাশিম।


এ সময় নেতৃবৃন্দ ছাড়াও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ঘোষণা দেন, দল মতের ঊর্ধ্বে উঠে প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।


বিবার্তা/ফরহাদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com