আন্দোলনকে চাঙা করার জন্য বিদেশি মিশনে বৈঠক হয়েছে: শ্যামল দত্ত
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১৮:১৩
আন্দোলনকে চাঙা করার জন্য বিদেশি মিশনে বৈঠক হয়েছে: শ্যামল দত্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, নাশকতার ষড়যন্ত্র ছিল বলা হচ্ছে, কিন্তু এই নাশকতা কীভাবে হলো? এটি দেশি বিদোশি ষড়যন্ত্রের অংশ ছিল। ৯ ও ১৭ জুলাই বিদেশি মিশনে আন্দোলনকে চাঙা করার জন্য বৈঠক হয়েছে। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও ব্যবস্থা নেয়া হয়নি।


সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে "সন্ত্রাস, নাশকতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট" শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মুক্ত আলোচনার আয়োজন করে মুক্তিযুদ্ধের সপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব '৭১।


শ্যামল দত্ত বলেন, দেশের অধিকাংশ জনগণ কোটা সংস্কারের পক্ষে ছিল। এটা গোড়াতেই সমাধান করা যেত। আমরা বুঝতে পারিনি তৃতীয় কোনো পক্ষ, জামায়াত-শিবির ঢুকে পড়েছে। আমরা বুঝতে পারিনি ষড়যন্ত্র অনেক দিন ধরে হচ্ছে।


তিনি বলেন, ইনটেলিজেন্স সাইট ফেইলিওর, সিকিওরিটি সাইট ফেইলিওর ছিল। একটা টেলিভিশন চ্যানেল রক্ষা করতে পারল না? সারাদিন আক্রমণ চলেছে, রাত ৯টা পর্যন্ত। একটু কল্পনা করেন তো, কেউ ট্রান্সমিশন কক্ষে দিয়ে যদি একটা ঘোষণা দিয়ে দিত, দেশে গৃহযুদ্ধ লেগে যেত। আমরা এখনো ঘটনার গুরুত্ব বুঝতেই সক্ষম হইনি।


জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের মতো বর্ণাঢ্য সংগঠনকে কোন জায়গায় নামিয়ে এনেছে! এই ছাত্রলীগ মুক্তিযুদ্ধে, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আজ আমার রক্তক্ষরণ হচ্ছে। ছাত্রলীগকে ২৫ বছর পিছিয়ে দেয়া হয়েছে।


শ্যামল দত্ত বলেন, এই সংকট আবার আসবে, আসতেই থাকবে। আরো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এটা ছিল রিহার্সেল। আওয়ামী লীগের মধ্যে জামায়াতের লোকজন। আওয়ামী লীগে পদ-পদবি দেবেন টাকা দিয়ে। আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে ঢুকতেও গেলে টাকা লাগে? সারা বাংলাদেশের কী হয় আমরা জানি। পত্রপত্রিকায় এসব এসেছে। এসব রুখতে সম্মিলিত প্রয়াস দরকার। পোস্টমর্টেম করা দরকার। গণজাগরণ মঞ্চ ছিল স্ফুলিঙ্গের মতো। কিন্তু পরে আমরাই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরাই গণজাগরণ মঞ্চকে গলাটিপে হত্যা করেছি, বলেন তিনি।


মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি'র সভাপতিত্বে মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ ও সহ-সভাপতি ঝুনা চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শাহীনুর রহমান।


গৌরব '৭১-এর সাধারণ সম্পাদক এফএম শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গৌরব'৭১-এর সভাপতি এসএম মনিরুল ইসলাম মনি, আওয়ামী লীগ নেতা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী ও শেখ মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহিমা মুক্তা ও ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ।


বিবার্তা/সোহেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com