বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’র (বিএসআরএফ) ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই, বুধবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এ উৎসবের আয়োজন করা হয়।
বিএসআরএফ-এর সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনও উপস্থিত ছিলেন।
বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক মাসউদুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিভিন্ন ফলের সমাহারে ফল উৎসব উপলক্ষ্যে সংগঠনের সদস্যরা সমবেত ছিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই উৎসব।
আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, লটকন, ড্রাগন, আনারসহ নানান জাতের ফল উৎসবে স্থান পায়।
বিবার্তা/ইমি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]