শিরোনাম
স্বাধীনতা স্মৃতি পদক পেলেন বিবার্তার শাহী
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ০৯:৫২
স্বাধীনতা স্মৃতি পদক পেলেন বিবার্তার শাহী
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা স্মৃতি পদক পেলেন বিবার্তার দিনাজপুর প্রতিনিধি ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাকে এই স্বাধীনতা স্মৃতি পদক দিয়েছে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র।


রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ২৩ মার্চ সন্ধ্যায় এ পদক প্রদান করা হয়। কিন্তু সাংবাদিক শাহী শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তাকে ২৮ মার্চ ডাকযোগে (কুরিয়ার) এ পদক ও আনুসাঙ্গিক উপহার পাঠিয়েছে পদক প্রদান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।


ওইদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বাস্তহারা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জেল হোসেন বাবু। অনুষ্ঠানটির উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রধান আলোচক ছিলেন সিআইডি’র ডিআইজি বি এল দাশ।


কবি ও গীতিকার প্রাকৃতজ শামিম রুমি টিটনের সভাপতিত্বে ‘মুক্তিযুদ্ধ ও চেতনায় দেশ গড়তে নতুন প্রজন্মের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মমতাজ খানম, ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাসুদা আখতার, অপরাধ বিচিত্রার সম্পাদক এসএম মোরশেদ, দৈনিক কালের ছবির সম্পাদক জাহিদুল ইসলাম, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি রবিউল হোসেন রবি, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের সভাপতি মো. সাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


উল্লেখ্য, সাংবাদিক শাহ্ আলম শাহী বিবার্তার দিনাজপুর প্রতিনিধি এবং চ্যানেল আই, দৈনিক মানবজমিন ও রেডিও আমার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এছাড়া তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক উন্নয়ন সংস্থা ‘সিসিডি-বাংলাদেশ’র আঞ্চলিক সমন্বয়কারী, ‘জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন’ এবং মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা ও পরিবেশ সংরক্ষণ কেন্দ্রে’র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।


সম্প্রতি শাহী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয়সহ বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন।


বিবার্তা/শাহী/জেমি


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com