শিরোনাম
ডিআরইউর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রকাশ : ২৬ মে ২০১৬, ১০:৪১
ডিআরইউর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রিপোর্টারদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। রাজধানী ঢাকায় সকল গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ডিআরইউ-এর জন্ম হয়। সংগঠটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শফিকুল কবির।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ডিআরইউ ক্যাম্পাসে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন। এরপর সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য রালি। এটি ডিআরইউ ক্যাম্পাস থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর-জাতীয় প্রেস ক্লাব হয়ে পুনরায় ডিআরইউ’তে এস শেষ হবে। দুপুর ১২টায় ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ডিআরইউ ক্যাম্পাস আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com