শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৯ সাংবাদিক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ২২:৩৩
অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৯ সাংবাদিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ৯ সাংবাদিককে পুরস্কৃত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।


রবিবার রাজধানীর ধানমন্ডিস্থ টিআইবি কার্যালয়ে ‘অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিযোগিতা ২০১৬’ এর পুরস্কার ঘোষণা করা হয়।


অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিযোগিতায় এ বছর প্রিন্ট মিডিয়া (জাতীয়) ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জাগোনিউজ টুয়েন্টিফোরডটকম এর স্টাফ রিপোর্টার শাহেদ মালিক। প্রিন্ট মিডিয়া (আঞ্চলিক) ক্যাটাগরীতে বিজয়ী হয়েছেন চাঁদপুরের দৈনিক ইলশেপাড় পত্রিকার যুগ্ম-বার্তা সম্পাদক রেজাউল করিম। ইলেক্ট্রনিক মিডিয়া (প্রতিবেদন) বিভাগে যৌথভাবে বিজয়ী হয়েছেন এনটিভি’র সাংবাদিক শফিক শাহীন এবং মাছরাঙ্গা টেলিভিশনের বদরুদ্দোজা বাবু। ইলেক্ট্রনিক মিডিয়া (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে যৌথভাবে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের ডেপুটি এডিটর আলাউদ্দিন আহমেদ এবং একই টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার জিএম ফয়সাল আলম।


ইলেক্ট্রনিক মিডিয়ায় সংশ্লিষ্ট প্রতিবেদনে সাহসিকতার সঙ্গে ভিডিওচিত্র ধারণ করায় যমুনা টেলিভিশনের ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল, কাজী মোহাম্মদ ইসমাইল ও গোলাম কিবরিয়াকে বিশেষ সম্ভাবনা দেওয়া হয়। তবে ‘জলবায়ু অর্থায়নে সুশাসন’ বিষয়ে বিচারকমণ্ডলীর বিবেচনায় মানসম্মত প্রতিবেদন না পাওয়ায় চলতি বছর প্রিন্ট মিডিয়া জাতীয় বিভাগ এবং টেলিভিশন বিভাগে কোনো পুরস্কার প্রদান করা হয় নি।


প্রত্যেক বিজয়ীকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র দেয়া হয়। তিনজন ভিডিও চিত্রগ্রাহককে পুরস্কার হিসেবে একলক্ষ টাকা প্রদান করা হয়।


টিআইবি’র বোর্ড অব ট্রাস্টি এর চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর পরিচালনা পর্ষদ এর চেয়ারপারসন হোসে কার্লোস উগাস। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।


১৯৯৯ সাল থেকে প্রতিবছর টিআইবি এ পুরস্কার প্রদান করে আসছে। এ বছর প্রিন্ট মিডিয়া জাতীয় ক্যাটগরীতে ২৫টি, প্রিন্ট মিডিয়া আঞ্চলিক ক্যাটগরীতে ৬টি, ইলেক্ট্রনিক মিডিয়া (প্রতিবেদন) ক্যাটাগরীতে ২৩টি এবং ইলেক্ট্রনিক মিডিয়া (প্রামাণ্য অনুষ্ঠান) ক্যাটাগরীতে ৫টি প্রতিবেদন জমা পড়ে। প্রতিযোগিতায় ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনগুলোই মূল্যায়িত হয়েছে।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com