ঢাকা পোস্ট সম্পাদকের বিরুদ্ধে মামলায় র‍্যাকের উদ্বেগ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:১০
ঢাকা পোস্ট সম্পাদকের বিরুদ্ধে মামলায় র‍্যাকের উদ্বেগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংবাদ প্রকাশের জেরে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট-এর সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের বিরুদ্ধে গাইবান্ধায় চাঁদাবাজি ও আইসিটি আইনে হয়রানিমূলক ও মিথ্যা মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‍্যাক)।


১৫ জানুয়ারি, রবিবার রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‍্যাক) এর সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব এক বিবৃতিতে অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।


তারা জানান, সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকরা যখন সোচ্চার, ঠিক তখনই সরকারের বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি-অনিয়ম-অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওই চক্রটির কর্মকাণ্ড সরকারের স্বাধীন সংবাদমাধ্যম নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।



সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।


বিবার্তা/সানজিদা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com