শিরোনাম
পাকিস্তানে সরকার-মিডিয়া লড়াই
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ২১:২৪
পাকিস্তানে সরকার-মিডিয়া লড়াই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে সরকার-মিডিয়া লড়াই আরো জোরদার রূপ নিয়েছে। লড়াই শুরু হয়েছিল কয়েক দিন আগে, যখন দেশটির ঐতিহ্যবাহী পত্রিকা ডন জঙ্গি দমন নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে মতবিরোধের কথা ফাঁস করে দেয়।


খবরটি প্রকাশ করে সরকার ও সেনাবাহিনী উভয়েরই কোপানলে পড়েন ডন-এর সাংবাদিক সিরিল আলমেইদা। নওয়াজ শরিফ সরকার তার বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে। এ নিয়ে দেশের ভিতরেই তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার। পাক সংবাদমাধ্যম নজিরবিহীনভাবেই সরকারকে তুলোধুনা করছে।


সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জঙ্গিদমন প্রশ্নে সরকার ও সংবাদমাধ্যমের এমন লড়াইয়ের নজির পাকিস্তানের ইতিহাসে বিরল।


এ অবস্থায় ‘ডন’-এর পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের আরেক জনপ্রিয় দৈনিক ‘দ্য নেশন’।


পত্রিকাটিতে শুক্রবার প্রশ্ন তোলা হয়, মাসুদ আজহার আর হাফিজ সাইদের মতো জঙ্গি নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে না কেন? এতে জাতীয় নিরাপত্তার সঙ্কট হবে বলে সরকার যে যুক্তি দিয়েছে, এমন যুক্তি হজম করা অসম্ভব।


‘ডন’-এর পাশে দাঁড়িয়ে ‘দ্য নেশন’ আরো বলেছে, সাংবাদিকদের জ্ঞান না দিয়ে সরকার ও সেনাবাহিনী বরং দেশের কথা ভাবুক। সূত্র : আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/হুমায়ুন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com