শিরোনাম
সাপ্তাহিক হিলিবার্তার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৮:০৭
সাপ্তাহিক হিলিবার্তার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলিতে সাপ্তাহিক হিলিবার্তার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার হিলিবার্তার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।


পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে কেক কাটার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন (হাকিমপুর ও ঘোড়াঘাট) সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব।


অন্যদের মধ্যে হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাব হোসেন, অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি রবিউল ইসলাম সুইট, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন প্রধান বক্তব্য রাখেন।


আলোচনা সভায় পত্রিকাটির মান উন্নয়ন ও ভবিষ্যতে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি।


এ সময় প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, সাপ্তাহিক লাল সবুজ বার্তার সম্পাদক হালিম আল রাজী, ডিবিসি নিউজের হিলি প্রতিনিধি মাসুদুল হক রুবেল, বাংলাভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির, ইনডিপেনডেন্ট টিভির হিলি প্রতিনিধি সাজ্জাদ হোসেন, সাপ্তাহিক হিলিবার্তার স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার মোস্তফা হোসেন স্বাধীন, দৈনিক মানব কণ্ঠের হিলি প্রতিনিধি মুসা মিয়া, ডাক্তার জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, দৈনিক খবরের হিলি প্রতিনিধি মোসলেম উদ্দিন, সাংবাদিক মেহেদী হাসান উজ্জলসহ অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com