শিরোনাম
চলে গেলেন ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু
প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৪:৪০
চলে গেলেন ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিনিয়র ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। রাজধানীর খিলগাঁও সি-ব্লকের নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে সোমবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।


জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাইনুল আলম স্বাক্ষ‌রিত সংবাদ বিজ্ঞপ্তি‌তে এ খবর জানা গে‌ছে। তিনি স্ত্রীকে নিয়ে খিলগাঁওয়ের বাসায় থাকতেন। তার এক ছেলে অস্ট্রেলিয়ায় এবং এক মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।


লুৎফর রহমান বীনু সর্বশেষ দৈনিক ইনকিলাবে সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে অবসর নেন। এছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ক্যামেরা চালানোর পাশাপাশি লেখালেখিও করতেন এই সাংবাদিক। তার উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে (ফটো অ্যালবাম ও ছবির বই) ‘ঢাকা-৭১’, ‘Struggle for Democracy’, ‘আমাদের প্রধানমন্ত্রী’ এবং ‘এ চলার শেষ নেই’ প্রভৃতি।


এই সাংবাদিকের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com