শিরোনাম
সাংবাদিক মুহাম্মদ রুহুল কুদ্দুস আর নেই
প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৫:১৪
সাংবাদিক মুহাম্মদ রুহুল কুদ্দুস আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক মুহাম্মদ রুহুল কুদ্দুস (৬৬) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।


তিনি বুধবার (২১ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।


রুহুল কুদ্দুস সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সিনিয়র সাব-এডিটর হিসেবে কমর্রত ছিলেন। চার বছর আগে অবসরে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি ১৯৮০ সালে সাপ্তাহিক পাবনা বার্তায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। ঢাকায় এসে দৈনিক বাংলা ও বাসস-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেন।


এক সময় বাংলাদেশ টেলিভিশনে নদী ও পানি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুখ দুঃখের নদী’ এবং ‘দৈনন্দিন খাবার ও পুষ্টি’ অনুষ্ঠান পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করতেন তিনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন তিনি।


বৃহস্পতিবার (২২ জুলাই) পাবনার বেড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান শোক প্রকাশ করেছেন।


বিবার্তা/বিআর/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com