শিরোনাম
না ফেরার দেশে শফিউজ্জামান খান লোদী
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২১, ২২:৪৬
না ফেরার দেশে শফিউজ্জামান খান লোদী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ শফিউজ্জামান খান লোদী। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর।


করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। এরপর অবস্থার অবনতি হলে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চার দিন ধরে আইসিইউতে ছিলেন।


শফিউজ্জামান খান লোদী স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন।


বগুড়ায় জন্ম হলেও শফিউজ্জামান খান লোদীর বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি শেষে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com