শিরোনাম
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি সাংবাদিকদের
প্রকাশ : ০২ মার্চ ২০২১, ১৯:৪৫
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি সাংবাদিকদের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে কমিটি তৈরি, এর অপপ্রয়োগ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং সাংবাদিক মোজাক্কির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সাংবাদিকরা।


মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এক মানববন্ধনে তারা এই তিনদফা দাবি জানান।এসময় সাংবাদিক হত্যার বিচারহীনতা, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগকে একযোগে না লিখে প্রতিবাদ জানান আন্দোলনকারী সাংবাদিকরা।


ডিজিটাল নিরাপত্তা আইন পাশের পর থেকেই বিভিন্ন পর্যায়ে মতপ্রকাশের স্বাধীনতা ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।এছাড়া ক্রমাগত সাংবাদিক মারা গেলে, হামলা মামলার শিকার হলে বিচার না হওয়ার এক কালো অধ্যায় চলছে।এজন্য সরকারকে এসব হত্যা নির্যাতন মামলার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের আহবান জানান সাংবাদিকরা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com