শিরোনাম
৭১ টিভির ভিডিও এডিটর নিহত, বাস হেলপার গ্রেফতার
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২১, ১৮:৫১
৭১ টিভির ভিডিও এডিটর নিহত, বাস হেলপার গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর নর্দায় বেসরকারি ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরের বাসচাপায় নিহতের ঘটনায় হেলপার মোহাম্মদ মাসুমকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।


তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর সে ঝালকাঠি পালিয়ে গিয়েছিল। তবে, বাস চালককে এখনো গ্রেফতার করা যায়নি।’তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান সুদীপ কুমার চক্রবর্তী।


গত ২৭ জানুয়ারি বিকালে অফিস শেষে মোটরসাইকেলে খিলক্ষেত নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই দুলাল সূত্রধর সড়ক পরিবহন আইনে গুলশান থানায় একটি মামলা করেন।


নিহত গোপাল সূত্রধরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের পাটগ্ৰামে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। তিনি ২০১১ থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং ২০১৪ থেকে ৭১ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন।


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com