
রাজধানীর গুলশানের প্রগতি সরণীতে বাসচাপায় ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর মারা গেছেন।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে ছিলেন। গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সিন্থিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল ৪টার দিকে অফিসে শেষে মোটরসাইকেল চালিয়ে খিলক্ষেত নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। পথে প্রগতি সরণীর যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে এসে ধাক্কা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হলে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান। গোপাল সূত্রধরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের পাটগ্ৰামে।
বিবার্তা/আদনান/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]