শিরোনাম
‘যেসব পোর্টালের রিপোর্ট ভালো আসবে শুধু তারা নিবন্ধন পাবে’
প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ১৬:৫৫
‘যেসব পোর্টালের রিপোর্ট ভালো আসবে শুধু তারা নিবন্ধন পাবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন চলমান প্রক্রিয়া। যারা ভালো, যাদের বিষয়ে তদন্ত সংস্থা থেকে পজিটিভ রিপোর্ট আসবে, তারা সবাই নিবন্ধনের সুযোগ পাবে।


বুধবার (৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


তথ‌্যমন্ত্রী বলেন, ঈদের আগে বলেছিলাম, যেসব অনলাইন পোর্টাল যোগ্য বলে বিবেচিত হবে, সেগুলোর তালিকা প্রকাশ করব। কয়েকটি সংস্থার তদন্তের ভিত্তিতে ৪৪টি অনলাইন পোর্টালের বিষয়ে অনাপত্তি পেয়েছি। তার মধ্যে ১০টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ছিল। দৈনিক পত্রিকার অনেকগুলোর নাম আসেনি। তাই আমরা ঠিক করেছি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণগুলোর নাম পরে একযোগে প্রকাশ করব।


তিনি বলেন, প্রকাশিত তালিকায় দেশে প্রতিষ্ঠিত অনেক অনলাইন পোর্টালের নাম আসেনি। দ্বিতীয় ধাপে চেষ্টা করব, দেশের সব মানসম্পন্ন অনলাইন পোর্টালকে যেন অনুমোদন দিতে পারি।


এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, তালিকায় আসা অনেক অনলাইনের ডোমেইনই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা হতে পারে। আমরা তদন্ত করিনি, সরকারি সংস্থাগুলো করেছে। আসলে ৪ হাজার অনলাইন অনুমোদনের জন্য আবেদন করেছে। কয়টার ভালো অফিস আছে বলেন। যেসব অলনাইন নিবন্ধন পেয়েছে, অথচ কার্যকম নেই, তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/আদনান/

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com