শিরোনাম
করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন সাংবাদিক খোকন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২০, ১২:৪১
করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন সাংবাদিক খোকন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন সিনিয়র সাংবাদিক হ‌ুমায়ূন কবীর খোকন। দেশে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।


বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব।


তিনি বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিনিয়র সাংবাদিক খোকনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি।


গত মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক খোকন। জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন।


হুমায়ুন কবির খোকন দৈনিক আজকের কাগজ, দৈনিক মাতৃভূমি, আমাদের সময়, আমাদের অর্থনীতিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সবশেষ দৈনিক সময়ের আলোতে কাজ করেন প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হিসেবে। সদা হাস্যোজ্জল ও বিনয়ী হিসেবে সুপরিচিত ছিলেন তিনি।


তার সহকর্মী ও পারিবারিক সূ্ত্রে জানা গেছে, তার স্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাসাবো তালতলা কবরস্থানে আইইডিসিআর’র তত্ত্বাবধানে আজ তাকে দাফন করা হবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com