শিরোনাম
টিভির খবর মনিটরিংয়ে কমিটি গঠন, ডিইউজের প্রতিবাদ
প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ২৩:৪০
টিভির খবর মনিটরিংয়ে কমিটি গঠন, ডিইউজের প্রতিবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টেলিভিশনের খবর মনিটরিংয়ের নামে গঠিত তথ্য মন্ত্রণালয়ের বিশেষ কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।


ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে তাৎক্ষণিক এক বিবৃতিতে এই দাবি জানান।


বিবৃতিতে ডিইউজের দুই নেতা বলেন, করোনা পরিস্থিতির কারণে সারাদেশে যখন বিশেষ অবস্থা বিরাজমান এবং যখন কোনো ধরণের সরকারি সহযোগিতা ছাড়া গণমাধ্যম কর্মীরা নিজেদের মানবিক তাগিদে জনগণকে তথ্য দিয়ে আপডেট রাখছেন, তখন সরকারের উদ্যোগে এমন একটি বিভ্রান্তিকর কমিটি গঠনের সংবাদে আমরা রীতিমতো বিস্মিত হয়েছি। আমরা অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাতারের দাবি জানাচ্ছি।


নেতারা তাদের বিবৃতিতে আরো বলেন, সরকারের এমন সিদ্ধান্তে মনে হতে পারে টিভি গুজব রটায়, যা অদৌ সত্য নয়। গুজব রটনাকরিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে, অনুমোদিত গণমাধ্যম নিজের তাগিদেই অসত্য খবর জেনে শুনে প্রচার করে না। গুজব রটে মুলত মিডিয়া বন্ধ থাকলে মানুষের মুখে মুখে এবং সামাজিক মাধ্যম বলে পরিচিত ফেসবুক ও টুইটারসহ অন্যান্য প্রক্রিয়ায়।


আমরা মনে করি, সরকারের এ পদক্ষেপ গণমাধ্যমকে হেয় করা হয়েছে।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com