শিরোনাম
করোনা: গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা প্রদানে ডিইউএমসিজেএএ’র আহ্বান
প্রকাশ : ২০ মার্চ ২০২০, ২১:৪৬
করোনা: গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা প্রদানে ডিইউএমসিজেএএ’র আহ্বান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারা বিশ্বের মত বাংলাদেশও এখন করোনাভাইরাসে আক্রান্ত। অত্যন্ত অল্প সময়ে সারা দেশে ছড়িয়ে পড়া এ ঘাতক ব্যাধি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করেছে বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)।


শুক্রবার ডিইউএমসিজেএএ’র সভাপতি স্বপন কুমার দাস ও সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা চৌধুরী যৌথ বিবৃতিকে এ আহ্বান জানান।


গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দের পেশাগত দায়িত্ব পালনকে নিরাপদ করার লক্ষ্যে ডিইউএমসিজেএএ নিম্নোক্ত সুনির্ষ্ট দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে:


১। বড় ধরনের গণজমায়েত বা যে প্রেস ব্রিফিংগুলো ফেসবুক বা অন্য অনলাইনের মাধ্যমে করা যায় সেগুলো কাভার করতে সাংবাদিকদের না পাঠানো। বিশেষ করে সস্পাদক, বার্তা সম্পাদক এদের দৃষ্টি আকর্ষণ করছি -


২. গণমাধ্যম কর্মীদের অ্যাসাইনমেন্ট কমিয়ে দিতে হবে;


৩. বাসায় অবস্থান করে কাজ করার সুযোগ দিতে হবে;


৪. মিডিয়া হাউজগুলো নিজেদের মধ্যে সংবাদ আদান প্রদান করবে/সমন্বয় করে কাজ করবে;


৫. কোনো গণমাধ্যম কর্মীকে কাজ করতে বাধ্য করা যাবেনা;


৬. দায়িত্ব পালনকালে জীবানুনাশক, মাস্ক সরবরাহ করতে হবে; এবং


৭. সমাজের বাস্তব চিত্র মানুষের কাছে তুলে ধরার ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত সংবাদ কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


দেশী-বিদেশি গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিরাপত্তার বিষয়ে ডিইউএমসিজেএএ গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com