শিরোনাম
সাংবাদিকদের হুমকি দিয়েছে রিফাত হত্যা মামলার আসামীরা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১৯:৫৪
সাংবাদিকদের হুমকি দিয়েছে রিফাত হত্যা মামলার আসামীরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামিরা সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়েছে।


রবিবার (২৬ জানুয়ারি) রিফাত শরীফের স্ত্রী ও মামলার আসামী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের অধিকতর শুনানি হয়। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিয়া রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী জামিন বাতিলের আবেদনের শুনানি ২ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।


এসময় পেশাগত দায়িত্বপালন কালে স্থানীয় সাংবাদিকদের হুমকি দেয় আসামিরা। জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজী, কামরুল ইসলাম সাইমুন এবং আল কাইয়ুম ওরফে রাব্বি আকনসহ কয়েক আসামি।


এ সময় তারা সাংবাদিকদের অশ্লীলভাষায় গালমন্দ করার পাশাপাশি অশালীন অঙ্গভঙ্গি করেন এবং প্রিজনভ্যানের ভিতর থেকে সাংবাদিকদের জুতা দেখান।


এ বিষয়ে বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব দাস বলেন, রিফাত হত্যা মামলার আসামিদের দ্বারা সাংবাদিকদের হুমকি হচ্ছে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি অশনি সংকেত। আমাদের প্রত্যাশা রিফাত হত্যা মামলার ধার্য তারিখগুলোতে সাংবাদিকদের নিরাপত্তায় কোর্ট ইনস্পেক্টর আরো দায়িত্বশীল ভাবে তার দায়িত্ব পালন করবেন।


বিবার্ত/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com