শিরোনাম
ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ২১:০০
ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দৈনিক অর্থনীতি প্রতিদিনের বিশেষ প্রতিনিধি খুরশিদ আলমকে সভাপতি এবং নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটনকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে।


শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।


সংগঠনের বিদায়ী সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্ব সাধারণ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন চৌধুরী। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দীন খান, এনটিভির বার্তা সম্পাদক আবদুস শহিদ, হেড অব নিউজ জহিরুল আলম প্রমুখ। সভা শেষে নির্বাচন কমিশনের পক্ষে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা আবদুস শহিদ।


নতুন কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম (ইত্তেফাক), সহ-সভাপতি শাহাবুদ্দীন চৌধুরী (রেডিও ধ্বনি), যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম (এটিএন বাংলা) ও রিয়াদ হোসেন (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক আহম্মদ ফয়েজ (নিউ এইজ), কোষাধ্যক্ষ মুনীর আহমেদ (জাতীয় অর্থনীতি), দপ্তর সম্পাদক এস.এম. মোরশেদ (অপরাধ বিচিত্রা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মকিম চৌধুরী (শেয়ারবিজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম. ফয়েজ (বাংলাভিশন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুমাতুল বিদা (চ্যানেল ২৪)।


নির্বাহী সদস্যরা হলেন জিল্লুর রহমান (সময়ের আলো), জুনায়েদ শিশির (নিউজ বাংলাদেশ), ফরিদ আহম্মদ বাঙালী (লাখো কণ্ঠ), সালাউদ্দীন চৌধুরী (মানবকণ্ঠ), ইসমাইল হোসেন (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), আরিফুর রহমান (কালের কণ্ঠ), রুমানা আক্তার (বিটিভি), আ হ ম ফয়সল (ইউনাইটেড নিউজ) ও নজির আহমদ (মুক্ত খবর)।


এ ছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দীন খান, দৈনিক আমাদের সময় সম্পাদক মোহাম্মদ গোলাম সারোয়ার, আবদুস শহিদ (এনটিভি), বখতিয়ার রানা (বাসস), জহিরুল আলম (এনটিভি), মাহফুজুর রহমান (বাসস), হাসান আহমেদ চৌধুরী কিরণ, এটিএম ইসহাক (প্রথম আলো), মাহবুবুর রহমান (সংবাদ), নুরুল ইসলাম খোকন ও মীর্জা তারেকুল কাদের।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com