শিরোনাম
চট্টগ্রাম প্রেসক্লাব পুড়িয়ে দেয়ার হুমকি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৮:২১
চট্টগ্রাম প্রেসক্লাব পুড়িয়ে দেয়ার হুমকি
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা ও সাংবাদিকদের মারধরের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত হিন্দু যুবকদের ছাড়িয়ে আনার ব্যবস্থা না করলে প্রেসক্লাব আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।


বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে সভাপতি কলিম সরওয়ারের মোবাইলে ভারতের একটি ফোন নাম্বার থেকে এ হুমকি দেয়া হয়।


এ ঘটনায় গতকাল রাতেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ এবং প্রেসক্লাব নেতৃবৃন্দ।


চট্টগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ জানান, কলিম ভাইয়ের মোবাইল ফোনে ভারতের সন্ত্রাসী পরিচয় দিয়ে হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রেসক্লাবের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।


মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, প্রেসক্লাব সভাপতি বিষয়টি আমার অফিসে লিখিতভাবে জানিয়েছেন। অফিসের বাইরে থাকায় অভিযোগটি রাতে পড়া হয়নি। তবে আমরা ব্যাপারটি গুরুত্ব সহকারে নিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এদিকে চট্টগ্রাম প্রেসক্লাবে ঐক্যবদ্ধ সনাতন সমাজের উচ্ছৃঙ্খল যুবকদের হামলা, ভাঙচুর, সাংবাদিকদের হত্যাচেষ্টার ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার প্রতিবাদে এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথসভা শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।


উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ঐক্যবদ্ধ সনাতন সমাজ নামে একটি সংগঠনের কর্মিরা লাঠিসোটা নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা চালায়।


বিবার্তা/রাজু/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com