শিরোনাম
আজ পয়লা আষাঢ়
প্রকাশ : ১৬ জুন ২০১৯, ১৬:৩২
আজ পয়লা আষাঢ়
মুহাম্মদ সামাদ
প্রিন্ট অ-অ+

আজ পয়লা আষাঢ় আজ বৃষ্টি আজ বরষার ঢল
আজ কদম ফুলের গন্ধে মাতাল হৃদয় নিয়ে
আজ ভেজা মেঘমালার চিকন উত্তরীয় খুলে
তোমাকে সাজাবো আমি কামিনী বকুলে...।


আকাশ পরেছে আজ নীলাম্বরী রাধার আদলে
আজ বরষায় ভিজে মেঘবতী আকাশে বেড়াবো
আজ বরষায় ভিজে রূপবতী আকাশে বেড়াবো
তুমি মেঘবতী তুমি রূপবতী মেয়ে
আজ তোমার রূপের ছটা আমি পাহাড়ে ছিটাবো
পাহাড়ের গায়ে-গায়ে বৃষ্টির নাচন ঝর্ণার উল্লাস
আজ ভেজা পাখিরা থামিয়ে দিয়েছে কাকলি
ভেজা কাঠবিড়ালিরা জোড়ায় জোড়ায় প্রেমে মগ্ন।


আজ ভেজা মৌমাছি রানীকে ঘিরে পোহাচ্ছে উষ্ণতা
এই নির্জনতা এই জলের কল্লোল এই গোধূলি বেলায়
তুমুল বৃষ্টিতে ভিজে হাঁটতে হাঁটতে
দূর পাহাড়ের সূর্যাস্তের লালে তোমাকে রাঙাবো
মাধবীলতায় বেঁধে ভরা ব্রহ্মপুত্রে ডুব দেবো।


আজ তোমাকে ভাসাবো পদ্মায় রূপালী ইলিশের ঝাঁকে
যমুনার ঢেউয়ে ঢেউয়ে তুমি-আমি লীন হয়ে মিশে যাবো
মেঘনার স্বচ্ছ জলে অথই সাঁতারে দেখা হবে
এই বরষায় তুমি অপরূপ সাজে সেঁজেছো রূপসী
তোমার দেহের মতো নীল অপরাজিতা এখানে মেলেছে পাপড়ি
এই নদীতীরে ভেজা কাশবনে আনন্দসঙ্গম আমাদের
তোমার কোমল চোখে জল... ধুয়ে পড়ছে কাজল
এইখানে ভেজা জোসনায় ভালোবাসা... বরষার ঢল
আজ মেঘলা আকাশ আজ বৃষ্টি আজ পয়লা আষাঢ়...।

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com