শিরোনাম
বৃহস্পতির সন্ধ্যায় আনন্দমুখর প্রকাশনা উৎসব
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৯
বৃহস্পতির সন্ধ্যায় আনন্দমুখর প্রকাশনা উৎসব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দমুখর পরিবেশে রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হলো মারুফুল ইসলামের ছড়ার বই 'পুতুল পুতুল মূর্ছনা'র প্রকাশনা উৎসব। ঢাকা ক্লাবের মতো এতো অভিজাত কোনো সংস্থার মিলনায়তনে ছড়ার বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠান এটাই প্রথম।


নির্ধারিত সময় ধরে বিকেল ৫টা বাজার আগেই আমন্ত্রিত অতিথি ও লেখক-কবিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় ক্লাবের সিনহা লাউঞ্জ। আয়োজক সংস্থা চন্দ্রাবতী একাডেমির পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ঠিক সোয়া ৫টায় শুরু হয় প্রকাশনা উৎসব।


সুকণ্ঠি আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু-র প্রাণবন্ত উপস্থাপনায় একে একে বক্তব্য দেন অতিথিরা। স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান খোন্দকার (কামরুজ্জামান কাজল)।


বিশিষ্ট শিশুসাহিত্যিক রাশেদ রউফ ছড়াসাহিত্যের নানা তাত্ত্বিক দিক দিক নিয়ে আলোচনায় মুগ্ধ করেন শ্রোতাদের।


সংক্ষিপ্ত অথচ চমৎকার বক্তব্যে সবাইকে চমৎকৃত করেন শিশুসাহিত্যিক ও গবেষক আহমেদ মাযহার, বিশিষ্ট ছড়াকার ও বাংলাদেশ একাডেমির নবনিযুক্ত পরিচালক আনজীর লিটন, শিশুসাহিত্যিক সুবল কুমার বণিক এবং কবি ও সংসদসদস্য কাজী রোজী।


ছড়ার তত্ত্বকে রসালো ভাষায় তুলে ধরে হলভরতি দর্শককে মাতিয়ে দেন বিশিষ্ট ছড়াকার আমীরুল ইসলাম। আর সেই রসের হাঁড়িতে আগুন ধরিয়ে দেন 'জাতিসত্ত্বার কবি' মুহাম্মদ নূরুল হুদা। দু'জনই ছড়ার নানা দিক অনবদ্য অথচ বোধগম্য ভাষায় তুলে ধরেন।


কবি হাবীবুল্লাহ সিরাজীর বক্তব্যও ছিল তথ্যধর্মী ও উপভোগ্য।


আমীরুল ইসলামের তৈরি রসের ধারাটি অনুষ্ঠানের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। আলোচ্য ছড়ার বইয়ের লেখক মারুফুল ইসলাম 'কেন এই বই লিখতে গেলাম' মর্মে অনেক মজার কথা বলে মিলনায়তনে হাসির হল্লা যোগান দেন।


সেই স্রোতে পাল তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি, বরেণ্য শিক্ষাবিদ আনিসুজ্জামান ও সভাপতি মাহফুজুর রহমানও তাঁদের বক্তব্যে সহজ ও উপভোগ্য ভাষায় অনেক কঠিন তত্ত্ব আলোচনা করে মুগ্ধ করেন শ্রোতাদের।


মুগ্ধ করেন আবৃত্তিশিল্পী রুপা চক্রবর্তী ও শিরিন বকুল; বইটি থেকে অনেকগুলো ছড়ার অনির্বচনীয় আবৃত্তি দিয়ে।
সব বক্তাই মুক্তকণ্ঠে প্রশংসা করেন 'পুতুল পুতুল মূর্ছনা' ছড়ার বইটির। দুয়েকটি ছোট ত্রুটিও ধরিয়ে দেন।


সব মিলিয়ে প্রকাশনা উৎসবটি শিশুসাহিত্যের অনেক লেখক-ছড়াকারের একটি আনন্দমুখর মিলনমেলা হয়ে ওঠে।


বিবার্তা/হুমায়ুন/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com