শিরোনাম
হৃদয়কথার শব্দবিজ্ঞান
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ১৫:৫৮
হৃদয়কথার শব্দবিজ্ঞান
সাকিব জামাল
সাকিব জামাল
প্রিন্ট অ-অ+

হৃদয়কথার শব্দবিজ্ঞান
সাকিব জামাল


অভিমান, বিরহ কিংবা নির্লিপ্ততায়,
কিছু হৃদয়কথার কম্পাংক কমে যায়-
বিশ হার্জের কম!
শোনে না সে শোনে না-
কথা ছিল যার এসব কথা শোনার!
আবার,
ক্ষোভ, বিচ্ছিন্নতা কিংবা নির্মমতায়,
কিছু হৃদয়কথার কম্পাংক বেড়ে যায়-
বিশ হাজার হার্জের বেশি!
শোনে না সে শোনে না-
কথা ছিলো যার এসব কথা শোনার!
হৃদয়কথার কম্পাংক-
বোঝার সহজ সরল অংক:
ভালোবাসা।
পারস্পারিক ভালোবাসা।
তবেই শ্রবণসীমার মাঝে থাকে-
হৃদয়ের সব কথা।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com