শিরোনাম
অনেক শিখেছি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৮, ২২:৪২
অনেক শিখেছি
কাজী জুবেরী মোস্তাক
কাজী জুবেরী মোস্তাক
প্রিন্ট অ-অ+

অনেক শিখেছি
কাজী জুবেরী মোস্তাক


এখন আমি ভীষণ রকম ভালো আছি
এখন আমার বাড়ি ফেরার জন্য কোনই তাড়া নেই,
বাবা নেই; মা নেই; ভালোবাসার মতো মানুষও নেই
তবুও এখানে আমি নির্লজ্জের মতো বেঁচে আছি৷


বাস্তবতা বহু কিছু শিখিয়েছে আমাকে
এখন আমি গেঞ্জি রুমাল ধুতে পারি; রাঁধতেও পারি,
এঁটো বাসন ধোয়া; দুয়ার খোলা; বন্ধ করা সব পারি
একা থাকাও পুরোপুরি শিখে গেছি আমি আজকে৷


বিছানা বালিশও আর টানে না আমাকে
মুঠোফোনে চার্জ থাকে না; দিয়াশলাই খুঁজে পাই না,
তোমাকে নিয়ে যে কবিতা লিখি তা কেউ জানে না
তামাক পাতার মতো প্রতিনিয়ত পুড়াচ্ছি নিজেকে৷


এখন আমি আঁধারেও হাঁটতে থাকি
ঘরে যে বাল্ব নষ্ট তাও জানিনা; ড্রিমলাইটও জ্বলে না,
তাতে কী; এই ঘরের প্রতি ইঞ্চি আমারও বেশ চেনা
আঁধারে আজ একা জন্য ভয় করেনা দিব্বি থাকি৷


এখন আর ঘুম ভাঙেনা প্রেমময় ঢাকে
রোজ চা এর সাথে বিস্কুট ডুবিয়ে নাস্তাটা শেষ করি,
এখন আমার পোশাকেও আর নেই কোন বাবুগিরি
চাওয়া পাওয়া ভুলে এ শহরে আজ কষ্ট বিক্রি করি৷


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com