শিরোনাম
আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে ছায়ানট
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৮, ১১:১৭
আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে ছায়ানট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংস্কৃতির বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভারতের ‘আন্তর্জাতিক রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার বা টেগোর অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।


বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


তাতে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি জুরি বোর্ড ২০১৫ সালের জন্য ঐতিহ্যবাহী এ সংগঠনটিকে নির্বাচিত করে।
‘আন্তর্জাতিক রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার বা টেগোর অ্যাওয়ার্ড’ হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে চালু করা একটি বিখ্যাত সম্মাননা।
সাংস্কৃতিক সম্প্রীতির মূল্য রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার ২০১১ সালে পুরস্কারটির প্রবর্তন করে। পরে ২০১২ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেতার শিল্পী রবিশংকরকে দিয়ে এ পুরস্কার শুরু করেন। যার অর্থমূল্য এক কোটি রুপি।


এদিকে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ছায়ানটের রয়েছে রবীন্দ্রচর্চাসহ নানা সাংস্কৃতিক কাজের গৌরবময় ঐতিহ্য। সেইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ছায়ানট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com