
আমি বারো মাস তোমায় ভালোবাসি, বাচ্চু ভাই!
সাকিব জামাল
হেমন্তের রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ সকাল–
মনে হলো আঁধারে ঢেকে গেলো একটি নক্ষত্র পতনের খবরে।
মনে পড়লো সবুজ ঘাসের ডগায় মুক্তোর মত রূপালী শিশিরও উবে যায়- সময় ফুরিয়ে গেলে।
এ নিয়ম কেউ ভাঙতে পারেনা ঠিকই-
তবে দুঃখবোধ জমা থাকে স্থায়ী রূপে।
কান্নায় শুরু যে জীবনের। তা অন্যের কান্নায় শেষ করতে কজনে পারে ?
সফলতা এখানে তোমার।
তোমার প্রয়াণে- ঠিকই মনের আকাশে মেঘ জমে গেলো,
হৃদয়ে কান্নার জলধারা বহতা খরস্রোতা নদী।
হয়তো যতদিন বেঁচে থাকবো- ততোদিন অনুভব করবো তোমার রূপালী গিটারের সুর।
ভারাট কণ্ঠে প্রেম- বিরহ- মানবিক এবং দেশের গান শুনবো। শুধু তুমি থাকবে বহুদূর!
হে ব্যান্ড গুরু, অসম্ভব রকম বেশি ভালো থেকো স্বর্গীয় ভালোবাসার জগতে।
কথা দিলাম: ঐ নীল আকাশে মিটিমিটি চিরদিন-
আমি তারা গুনবো তোমার নামে!
আমি বারোমাস তোমায় ভালোবাসি, বাচ্চু ভাই!
উৎসর্গ: সদ্য প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু।
বিবার্তা/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]