শিরোনাম
সাম্যের উৎসব
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৮, ১৮:৪৬
সাম্যের উৎসব
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
প্রিন্ট অ-অ+

সাম্যের উৎসব
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার


জীবন কাটে একাকী
উৎসবের দিনে ধন্য,
জীবন প্রদীপ রাঙিয়ে দিতে
সহস্র উৎসব অনন্য।
দুঃখ সুখের পালাবদলে
জীবনের চাকা নীরবে,
হঠাৎ করে মুখরিত হয়
উৎসবের কলরবে।
অর্থ বর্ণের বিভেদ ভেঙে
উৎসব করে একাকার,
জ্যোতিময় করে করে হৃদয়ের পাতা
একক জীবনের চারিধার।
উৎসবের আগমন সুখের বার্তায়
ঐক্যের আহবান করে,
সুখের হাসি ফোঁটায় মূহুর্তে
বেদনার অশ্রু ভরে।
যে জন বাধেঁনা সাম্যের বাধঁন
মহা উৎসবের দিনে,
ভূক্তভোগী রয়ে যায় সে জন
আজীবনের ঋণে।
যত দুঃখ হতাশার জঞ্জাল
মোদের হৃদয় গহীনে,
ভুলে যাই সবই এক পলকে
মহান ঈদের দিনে।
যতদিন থাকবে অব্যাহত
উৎসবের আগমন,
ততদিন বেদনা উজাড় করে
সুখের আহবান করবে মন।
ভুলে যাই যদি সকল বিভেদ
চলমাল এ জীবনে,
তেমন উৎসবে হাসব মোরা
চির বিদায় মরণে।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com