শিরোনাম
মাটি
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৮, ১৬:০৮
মাটি
পিযুষ চক্রবর্তী
প্রিন্ট অ-অ+

মাটি
পিযুষ চক্রবর্তী


প্রকৃতির গাছ-পালা জীবজন্তু
সবকিছুই ধারণ করছে মাটি
মাটির মধ্যে মানবের বাস
ভূমিষ্ঠতে নিঃশ্বাস সমাধিতে কায়া।


মাটিতে ভরকরেই জীবন পথ চলা
চাষী ভাই ফসল-ফলায় সকলের
আহার উৎপাদনের উৎস মাটি
গৃহ নির্মাণ আর ইমারত তৈরিতে ভিত্তি মাটি।


ছাপান্ন হাজার বর্গমাইল সীমানা বুঝতে
মানচিত্র নির্ধারণে চিহ্নিত হয় মাটি
গোটা মেদিনীর চার ভাগের একভাগ মাটি
তিন দিকে ভারত ঘেরা দক্ষিণে বঙ্গোপসাগর।


বাংলার মাটি অধিক উর্বর মোর স্বদেশ
রাসায়নিক সার দ্বারা করো না মাটিকে অনুর্বর
দ্যুরারোগ্য ব্যাধিতে ভোগিবে না সকল
খাদ্যশস্য উৎপাদনে মাটিই আসল।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com