শিরোনাম
অবশেষে বাষ্প মেঘ জল
প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ১৬:১০
অবশেষে বাষ্প মেঘ জল
সাকিব জামাল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবশেষে বাষ্প মেঘ জল
সাকিব জামাল


অবশেষে বাষ্পমেঘজল- তোর পৃথিবী ভ্রমণ,
সে অপেক্ষায় চাতক মন- ছিলো, ছিলো দীর্ঘক্ষণ।
তোর ভেজা দেহের মাটির ঘ্রাণে সময় ডুবে থাক-
চলুক - চাষবাস, বপন-রোপন, ফসল উৎপাদন- ভুলে রাখঢাক!
সিক্ত দেহের মিত্র হোক মন!
কোন বিরাম ঘড়ির আজ নেই প্রয়োজন!


ইতিহাস শোন্-
তোর প্রতিক্ষায় আমার দীর্ঘশ্বাস যন্ত্রণার আগুনে পুড়ে বাষ্প হয়েছিলো!
তোর প্রতিক্ষায় আমার ক্লান্ত মন বাষ্প শীতল করে মেঘ করেছিলো!
তোর প্রতিক্ষায় আমার অশ্রুসজল চোখ মেঘের সাথে বিনিময় করে জল তাকে দিয়েছিলো!
অবশেষে বাষ্পমেঘজল- তোর পৃথিবী ভ্রমণ!
কোন বিরাম ঘড়ির আজ নেই প্রয়োজন!


সিক্ত দেহের মিত্র হোক মন!
বাঁচুক- তোর বুকে ভালোবাসার ফুল ফোটানোর সবুজ বনায়ন।।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com