শিরোনাম
হে চিটাগাংবাসী!
প্রকাশ : ১৩ জুন ২০১৮, ২০:০১
হে চিটাগাংবাসী!
রোমেন রায়হান
প্রিন্ট অ-অ+

হে চিটাগাংবাসী!
চক্ষু বুঁজেও দেখতে পারি তোমার মুখের হাসি।


বৃষ্টি হলে তোমার কপাল হাট করে যায় খুলে
সারা শহর পরিণত এক সুইমিংপুলে।
ইচ্ছামতো সাঁতার কাটো, করছে না কেউ মানা
আগে পরে নামাতে নেই অসন্তোষের দানা।
মনের সুখে ওয়াটার পোলো খেলছ দলে দলে
হচ্ছে নতুন বন্ধুত্ব খেলাধুলার ফলে।


দমবন্ধ বাসের ভেতর উঠছ না আর ঠেলে
কে উঠবে পথের ওপর নৌকা পাওয়া গেলে!
সাবমেরিনও খুব শীঘ্রই হচ্ছে নাকি চালু?
আমার কপাল উঁচুনিচু, তোমার কপাল ঢালু।


চিটাগাং-এ বসবাসের কী সুবিধা জানি
এই যে তোমার সকল পথে কোমরসমান পানি…
জুতা পরা বন্ধ বলে কেনার টাকা বাঁচে
জুতা ছাড়াও আমার কাছে চিকন খবর আছে…


প্যান্ট, পাজামা কেনাও নাকি বন্ধ শহরজুড়ে!
এই সুবিধা কোথায় পাবে? দেখতে পারো ঘুরে।
চিটাগাং-এ টাকার কপাল ষোলো আনায় ষোলো
ট্যাক্স বসানো আবুল সাহেব না জানলেই হলো…


বৃষ্টি এমন সৌভাগ্যের কেউ জানে নি আগে
চিটাগাং-এর কথা ভেবে ঈর্ষা মনে জাগে।


হে চিটাগাংবাসী!
ইচ্ছা করে বোচকা নিয়ে তোমার কাছে আসি।


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com