শিরোনাম
বেহাগ বাজে!
প্রকাশ : ০১ জুন ২০১৮, ১৫:৫০
বেহাগ বাজে!
শারমীন সুলতানা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেহাগ বাজে!
শারমীন সুলতানা


কোথায় তুমি কেমন আছ-
কোন তারাতে ঘর বেঁধেছ!
সংগোপনে কেমন করে-
চলে গেলে নির্বাসনে!
কেমন করে ভুলে গেলে,
প্রতিশ্রুতির কথাগুলো!


আজও আমি বসেই আছি,
যাত্রাপথে সঙ্গী হতে।
খুব নিরবে ঘোর আঁধারে;
ভোরবেলাতেও অপেক্ষাতে;
নীল আকাশের বুকের মাঝে,
জমাট বাঁধা কষ্টগুলো!


নিরাশ আমি; জিইয়ে রাখি-
ভালোবাসা। কেমন করে
আকাশ নীলে-দিক হারানো
পায়রাগুলো ঘরে ফেরে!
বিয়োগ ব্যথায় বেহাগ বাজে
প্রাণের তারে এক পশলার সকাল-সাঁঝে!


বিবার্তা/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com