শিরোনাম
বাংলাদেশের শিশুসাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৫:০৮
বাংলাদেশের শিশুসাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ শিশু-কিশোর প্রকাশক পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে ''বাংলাদেশের শিশুসাহিত্য, প্রকাশনা বর্তমান ও ভবিষ্যৎ'' শীর্ষক এক সেমিনার শনিবার রাজধানীর রমনা পার্কের ইউরো আসিয়ানো রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ও সংগঠক রফিকুল হক দাদুভাই, শিশুসাহিত্যিক আখতার হুসেন, আলী ইমাম, আমীরুল ইসলাম, ছড়াকার ফারুক হোসেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ কে এম রেজাউল করিম, বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন, ছড়াকার জগলুল হায়দার প্রমুখ।


সংগঠনের সভাপতি আলমগীর মল্লিকের সভাপতিত্বে এবং ছড়াকার ফারুক হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাদের বাবু। বিশিষ্ট লেখক ও প্রকাশকরা বাংলাদেশের শিশুসাহিত্যের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সাবেক সভাপতি আলমগীর শিকদার লোটন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন, মো. গফুর হোসেন, আবুল বাশার ফিরোজ প্রমুখ।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com