শিরোনাম
দীপান্বিত দুর্দিনে
প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৬:০১
দীপান্বিত দুর্দিনে
শারমীন সুলতানা
প্রিন্ট অ-অ+

সময়ের চেনা নিদারুণ সভ্যতা; সে অসহায়!
সুখকে কবরে দেয়ানেয়া করে ভাগাড় আঁধারে!
দুঃখেরও সঙ্গী তাঁরা, ফেরারী দিকহীন দিগন্তের।
খোলা জানালায় আকাশের সাদাসিদে মেঘে; যেন-
বুক সাতারে ফেরারী বার বার-শেওলা সুখে ভাসে।


নিবিড় তিমির আকাশ ভাঙা ঝর্ণার প্রবাহ ধারা,
কে নেবে আঁধার তাড়াবার দায়; নেবে কি
কি চাঁদ, কিংবা তারা! জানে না কেউ;
ঝড়ের মাতমে উতরোল মাতামাতি,
কে হবে দীপান্বিত অসম এ দুর্দিনে!


কেউ তো রয়েছে- জেনে বা না জেনে, অজানা প্রণয়ের
আকালে, সকালে ও বিকেলে! মৌলে ব্যবধান রেখে
ভালোবাসাও ছোটে- নিরুদ্দেশের উপ-এক দ্বীপে!



ঠিকানাহীন প্রস্তর বাঁকে, অপেক্ষা রত
ধরে থাকা যে হাত, ফিরে কি তাকায় হেঁটে যাওয়া
সভ্যে-ভব্যে মেশানো রাতে! রতির ক্রিয়াতে ভাসমান
ভেলা; ধীরে, খুব ধীরে দিন চলে যায়।


আবারো আকাশ, আবারো দ্রবিভূত মেঘের কোণ,
চিলতে আকাশে মেঘগুলো ভাসে, যেন
ভালোবাসার সভ্য কাঁধে বোঝা নিয়ে যায়!


বিবার্তা/শারমীন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com